স্পোর্টস ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলিকে। বাসায় আসা অতিথিরা তাকে ঘুম থেকে জাগাতে না পারায় হাসপাতালে নেয়া হয় ৭৪ বছর বয়সী আলিকে। তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন আলির পরিবারের এক মুখপাত্র তাকে হাসপাতালে নেওয়ার খবর নিশ্চিত করেছেন। আলিকে হাসপাতালে নেওয়ার প্রসঙ্গে পরিবারের ঘনিষ্ট ঐ সূত্র বলেন, ‘তিনি সাড়া দিচ্ছিলেন না। মঙ্গলবার রাতে বিছানায় যাওয়ার পরের দিন বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি ঘুম থেকে ওঠেননি। তারা ভেবেছিল, তিনি হয়ত খুব ক্লান্ত।’
মূত্রনালীতে গুরুতর সংক্রমণের চিকিৎসা শেষে গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পান আলি। ১৯৮৪ সালে পেশাদার মুষ্টিযোদ্ধা হিসেবে অবসর নেয়ার পর থেকেই আলি পারকিনসন রোগে ভুগছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন