শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার দশরথে জামালদের পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকারদের সাফ জয়ের আনন্দের রেশ এখনো রয়ে গেছে। দেশের সব জায়গা এখন একটাই আলোচনা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রথমবারের মতো সাফ শিরোপা জয়। সাফে সাফল্য পেয়ে ইতিহাস গড়ার কারণে দেশের সব স্থানেই এখন মেয়েদের নিয়ে বন্দনা চলছে। মেয়েদের নিয়ে আনন্দ-উল্লাসে যখন সারাদেশ মত্ত ঠিক তখনি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় পুরুষ দল। এবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে জামাল ভূঁইয়াদের পরীক্ষা। যে মাঠে গত সোমবার স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জিতে ইতিহাস গড়েছেন সাবিনারা। এই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই আগামী মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পুরুষ দল পারবে কি নারীদের মতো নেপালকে হারাতে? জামাল ভূঁইয়াদের জন্য এখন এটাই বাড়তি চাপ। এর আগে জামালরা গত বৃহস্পতিবার নমপেনে ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে। ওই ম্যাচ জেতার পরের দিনই তারা নেপালে যায়। শুক্রবার নেপাল সময় রাত পৌনে ১০ টায় কাঠমান্ডু পৌঁছে লাল-সবুজরা। সেখানে পৌঁছার পর গতকাল বিকেলে স্প্যানিশ কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা অধীনে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝড়ায় জামাল ভূঁইয়া বাহিনী। মঙ্গলবারের বাংলাদেশ-নেপাল ম্যাচটি হবে দু’দলের মধ্যে ২৪তম মোকাবিলা। আগের ২৩ বারের মুখোমুখিতে বাংলাদেশ ১৩ বার ও নেপাল ৭ ম্যাচ জিতলেও ৩টি ম্যাচ ড্র হয়েছে। দু’দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত বছরের অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে। ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন