শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এবার সেনাবাহিনীর ঘোষণা কোটি টাকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সদ্য সমাপ্ত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপাল ৩-১ গোলে হারিয়ে অপরাজিত শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তাদের এমন সাফল্যে গর্বিত পুরো জাতি। সাবিনা খাতুনরা সাফ শিরোপা জিতে নেপাল থেকে ঢাকায় ফেরার পর তাদেরকে ঘিরে আনন্দে মাতোয়ারা ছিলেন রাজধানীবাসী সহ সারাদেশের ফুটবলপ্রেমীরা। ঢাকায় পা রাখার সঙ্গে সঙ্গে সাবিনা-কৃষ্ণা-স্বপ্না-আঁখিদের জন্য একের পর এক অর্থ পুরস্কারের ঘোষণা আসে। এবার এ তালিকায় যুক্ত হলো বাংলাদেশ সেনাবাহিনীর নাম। সেনাবাহিনী সাফজয়ী মেয়েদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। একইসঙ্গে আগামী মঙ্গলবার সাফজয়ী বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দেবে তারা। শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী। ২৭ সেপ্টেম্বর সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে এই অর্থ পুরস্কার সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া হবে। এর আগে গত বুধবার সাবিনারা দেশে ফেরার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তমা গ্রুপ ও এনভয় গ্রুপ তাদের জন্য ৫০ লাখ করে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন