শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নেপালে বাংলাদেশ তায়কোয়ান্দো দলের ৬ পদক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রথম মাউন্ড এভারেস্ট আন্তর্জাতিক ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণসহ ৬টি পদক জিতেছেন বাংলাদেশের তায়কোয়ান্দোকারা। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেপালের পোখরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৯-১২ বছর ক্যাটাগরির দ্বৈতে জাফরিন রহমান অরোরা ও আরিব জিয়া স্বর্ণ, ৩০-৪০ বয়সী দ্বৈত ইভেন্টে উজ্জ্বল কুমার দেব ও রুমকি সিদ্দিকা ও ৯-১২ বয়সী দলীয় ইভেন্টে ফাথিয়া তাইয়েবাহ, জাফরীন রহমান ও সানভি হোসেন দুটি রুপা এবং ১৪-১৮ বয়সী দলীয় ইভেন্টে ইপ্সিতা কুন্ডু, আরিতা খন্দকার ও তাসনিয়া ইফফাত হ্লো এবং ১২-১৪ বয়সী একক ইভেন্টে শাহামাত সায়ফান আহনাফ ও নাফিসা রুম্মান ব্রোঞ্জপদক জেতেন। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার নেতৃত্বে সফল হয়ে গতকাল দেশে ফিরেছে দলটি। প্রতিযোগিতয় ১৪ দেশের ১২০০ তায়কোয়ান্দোকা অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন