মোঃ ইব্রাহিম শেখ খাগড়াছড়ির দীঘিনালায় পুকুরের পানিতে ডুবে ফারহান ও নুসরাত নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ফারহানের বয়স দুই বছর। সে উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে কামাল হোসেনের ছেলে। অন্যদিকে নুসরাতের বয়স দেড় বছর।
দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. আবদুল আলিম জানান, সকালে পুকুরপাড়ে খেলার সময় একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের খোঁজ শুরু হলে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. প্রমেশচাকমা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন