প্রথমবারের মতো নিজ দেশে ফুটবল খেলে ইতিহাস গড়লেন সউদী আরবের নারীরা। গত বছরের অক্টোবরে গড়া দলটি গত শনিবার প্রথমবারের মতো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামে। সউদীর আভা শহরে সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ভুটানের সঙ্গে ইতিহাসগড়া প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
নিজ দেশে প্রথমবার খেললেও দেশের বাইরে আগে আরও দুবার খেলেছেন সউদীর নারী ফুটবলাররা। এ হিসাবে শনিবার ভুটানের বিপক্ষে সউদী নারী ফুটবল দলের ম্যাচটি ছিল তাদের তৃতীয় ম্যাচ। ভুটানের বিপক্ষে আগামীকালও আরেকটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন সউদী নারীরা। ওই ম্যাচটি হবে তাদের ৪র্থ ম্যাচ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন