শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

১০ দেশকে নিয়ে বঙ্গবন্ধু স্কোয়াশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:১২ পিএম

১০ দেশের অংশগ্রহণে আগামী ৫ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু দ্বিতীয় ইস্পাহানি আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের খেলা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হলো-স্বাগতিক বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইরান, ইরাক, মিশর, মালয়েশিয়া, কুয়েত, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজতি সংবাদ সম্মেলনে স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম বলেন,‘২০২৪ সালের সাউথ এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধারের চেষ্টা রয়েছে আমাদের। সেই সঙ্গে ২০২৮ সালের অলিম্পিকে অন্তর্ভূক্ত হবে বাংলাদেশের স্কোয়াশ, সেদিকেও আমাদের নজর থাকবে। ৯ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্টের সঙ্গে আরও একটি করে আন্তর্জাতিক ও যুব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)