বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সোনালী ব্যাংকের সাথে বিকাশের চুক্তি

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের সাথে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস  প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সাথে গত বুধবার হোটেল সোনারগাঁওয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালন পর্ষদের চেয়ারম্যান মো: আশরাফুল মকবুল এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো: ওবায়েদ উল্লাহ আল  মাসুদ। চুক্তিতে সোনালী ব্যাংক লিমিটেডের এর পক্ষে  ইনফরমেশন টেকনোলজি বিভাগ-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: মোজাম্মেল হক খান এবং  বিকাশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার  ও কোম্পানি সেক্রেটারি  মাইনুদ্দিন মোহাম্মদ রাহগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে  চুক্তিতে স্বাক্ষর করেন । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সরদার নূরুল আমিন, মো: আমিনউদ্দিন আহম্মদ জেনারেল ম্যানেজারগণ এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই চুক্তির আওতায় বিকাশের ডিস্ট্রিবিউটারগণ সোনালী ব্যাংকের সকল শাখায় বিকাশ কেন্দ্রীয় হিসাবে টাকা জমা করতে পারবেন এবং ব্যাংকের অনলাইন লিংক এর মাধ্যমে  লেনদেনের রিয়েল টাইম তথ্য বিকাশ বরাবর পাঠাতে পারবেন।  প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন