শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

খালেদা জিয়ার প্রস্তাবনা সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসার সুযোগ : আমির খসরু

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন গণতন্ত্রের বাহক। নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। বাংলাদেশে নির্বাচন হারিয়ে গেছে। মানুষ ভোটাধিকার ক্রমান্বয়ে ভুলে যেতে বসেছে।
আজকে জনগণের ইচ্ছার প্রতিফলনের সুযোগ নেই। শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটছে। বর্তমান কঠিন সময়ে একটি নিরপেক্ষ শক্তিশালী নির্বাচনের কমিশন গঠনে দেশনেত্রী খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবনা চলমান সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসার একটি সুযোগ তৈরী করেছে। এটা কোন একক দলের প্রস্তাবনা নয়। সকল দলের অংশগ্রহণে নির্বাচন কমিশন গঠন করা হলে রাজনৈতিক স্থিতিশীলতাসহ দেশে গণতন্ত্র ফিরে আসবে।
গতকাল (বৃহস্পতিবার) নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে ‘নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন-গণতন্ত্র, ভোটাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্বশর্ত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু একথা বলেন।
আমির খসরু বলেন, বর্তমানে দেশে সাংঘর্ষিক রাজনীতি চলছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে মুক্ত আলোচনা, সংলাপ ও সমঝোতার বিকল্প নেই। এ প্রস্তাবনা কোন গোষ্ঠী বা দলকে মাথায় রেখে করা হয়নি জানিয়ে তিনি বলেন, এ প্রস্তাবনাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সকল দলের কাছে গ্রহণযোগ্য হয়।
পিআরও (রিপ্রেজেন্টেশন অব পিপল অর্ডার) থেকে নির্বাচনী দায়িত্ব পালন থেকে প্রতিরক্ষা বাহিনীকে বাদ দেয়ার সমালোচনা করেন আমির খসরু বলেন, ভোটকেন্দ্রে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার না দিলে ভোট সুষ্ঠু হবে না। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীকে নির্বাচন থেকে বাদ দিয়েছে। এটা তাদের প্রজেক্টেরই অংশ যাতে নিজেদের দলীয় প্রশাসন ও বাহিনী দিয়ে নির্বাচনে জিততে পারে। সেনাবাহিনী বিভিন্ন দেশে সুনামের সাথে নির্বাচনসহ নানা দায়িত্ব পালন করতে পারলে দেশের সংকটে তাদের দায়িত্ব দিতে আওয়ামী লীগের ভয় কিসে- সে প্রশ্নও তুলেন তিনি।
পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন, ভারতের রাজ্য নির্বাচনে কেন্দ্র থেকে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স পাঠানো হয়। সেখানে পারলে বাংলাদেশের সেনাবাহিনী কেন পারবে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে মার্শাল ল’ আসতে পারেÑ অনেকের এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে আমির খসরু বলেন, মার্শাল ল যাতে আসতে না পারে সেজন্যেই সেনাবাহিনীকে নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।
অনুষ্ঠানে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী বলেন, খালেদা জিয়ার যে ১৩ দফা প্রস্তাবনায় কোথাও বিএনপি বা বিএনপি ঘরানার লোক রাখতে বলা হয়নি। তিনি বলেন, অনুমতি নিয়ে কোন গণতন্ত্র হয় না। তাই গণতন্ত্র ফেরাতে রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে।
প্রবীণ আইনজীবী কবীর চৌধুরীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়াহিয়া আক্তার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এজেডএম জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার আ ন ম আখতার হোসেন, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, পেশাজীবী নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী হাসান, নগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন