বরগুনার বামনা উপজেলার জাফ্রাখালী গ্রামে গতকাল শনিবার বিকালে নাঈম(০৬) ও আমেনা(০৪)পানিতে ডুবে মারা যায়।
নাঈম জাফ্রাখালী গ্রামের রাসেল হাওলাদারের পুত্র ও আমেনা ডৌয়াতলা গ্রামের ওমর আলীর কন্যা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
জানাযায়, নাঈম ও আমেনা বাড়ীর সামনের পুকুর পাড়ের ঘাটলায় বসে খেলতে ছিলো। পরিবারের লোকজন হঠাৎ তাদেরকে ঘাটলায় না দেখে অনেক খোজাখুজি করে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে ডৌয়াতলা সৌদিপ্রবাসী হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম জানান পরিবারের কোন আপত্তি না থাকায় দুই শিশুকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন