ঠাকুরগাঁওয়ে সাফ নারী চাম্পিয়নশিপ বিজয়ী ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য সোহাগী কিসকু ও সপ্না রাণীকে সংবর্ধনা দিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-০১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি) ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক অধ্যক্ষ মো: তাজুল ইসলাম প্রমুখ।
গতকাল দুপুরে জেলা প্রশাসন কালেক্টর চত্ত্বরে আয়োজিত গণসংবর্ধনায় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ জেলার বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো দুই নারী ফুটবলারকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় সাফজয়ী স্বপ্না-সোহাগীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকার চেক, জেলা ক্রীড়া সংস্থার পক্ষে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা এবং ঠাকুরগাঁও সদর পৌরসভার পক্ষে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এর আগে, সকালে নিজ বাড়ি রানীশংকৈল থেকে ঢাক-ঢোল বাজিয়ে, ছাদখোলা গাড়ি বহরে করে তাদেরকে নিয়ে আসা হয় গণসংবর্ধনায়। উষ্ণ অভ্যর্থনা ও গণমানুষের এমন ভালবাসা পেয়ে আবেগাপ্লুত সাফজয়ী স্বপ্না ও সোহাগী বলেন, ‘এমন একটি দিন আমাদের জীবনে আসবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমরা ঠাকুরগাঁওবাসীর কাছে চিরকৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের তাজুল স্যার, কোচ সুগা মুরমু, জয়লুল স্যারের প্রতি। উনারা আমাদের এখানে আসতে সাহায্য করেছেন। আমরা আশা রাখছি এ সংবর্ধনা আমাদের অনুপ্রাণিত করবে। আমরা একদিন বিশ্বকাপ খেলব ইনশাআল্লাহ।’
প্রধান অতিথির বক্তব্যে এমপি রমেশ বলেন, ‘নারী ফুটবল দল চমক দেখিয়েছে। তার মধ্যে আমাদের জেলার দুইজন থাকায় বিশেষ করে আমরা তাদের জন্য গর্বিত। আমি মনে করি এ সংবর্ধনা তাদের আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তাদের এই পথচলায় যা যা করণীয় তার সব ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের জেলার প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা আজ দেশের বাইরে ফুটবল খেলার মাধ্যমে দেশের সুনাম অর্জন করেছে। তারা শুধু তাদের বাবা মায়ের গর্ব না তারা আমাদের জেলার গর্ব। তাদের খেলাধুলা চলিয়ে যেতে সব ধরনের সহযোগীতায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন পাশে আছে আগামীতেও পাশে থাকবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন