শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

একই সঙ্গে লিগ, ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আসন্ন নতুন ফুটবল মৌসুমে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলবদলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির অধীনস্থ ওয়ার্কিং কমিটি। গতকাল অনুষ্ঠিত কমিটির সভায় আগামী ৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিপিএলের খেলোয়াড় নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) ওয়ার্কিং কমিটির সভা। বিসিএলের দলবদলের তারিখ নির্ধারণ হয়েছে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। সভায় পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন। দলবদলের পর স্বাধীনতা কাপ দিয়ে ফুটবল মাঠে গড়াবে ৩ নভেম্বও থেকে। পাঁচদিন চলবে এই টুর্নামেন্টের বাছাই পর্ব। স্বাধীনতা কাপের চূড়ান্ত পর্ব হবে ১৩ নভেম্বও থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। স্বাধীনতা কাপের বাছাই পর্বে খেলবে ২০২২-২৩ মৌসুমের বিসিএলের দল এবং সার্ভিসেস দলগুলো। এখান থেকে ৫টি দল উঠবে চূড়ান্ত পর্বে, যেখানে বিপিএলের দলগুলোর সঙ্গে যোগ দেবে তারা।
ঘরোয়া ফুটবলের ইতিহাসে এই প্রথম বিপিএল চলাকালেই মধ্যেই চলবে ফেডারেশন কাপের খেলা। প্রতিটি দল সপ্তাহে একটি করে ম্যাচ খেলবে। সবকিছু ঠিক থাকলে বিপিএল শুরু হবে ৯ ডিসেম্বর। এর কয়েকদিন পরই মাঠে গড়াবে ফেডারেশন কাপ। ২৫ ফেব্রুয়ারি শেষ হবে লিগের প্রথম পর্ব। আগেই ঘোষণা করা হয়েছে, এবার বিদেশি খেলোয়াড়ের কোটা ৪ জনের জায়গায় বাড়িয়ে ৫ জন করা হয়েছে। একটি ক্লাব ৫ জন বিদেশি নিবন্ধন করতে পারলেও এক ম্যাচে মাঠে নামতে পারবেন সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন