সাড়ে তিন শতাধিক ছেলে মেয়ের উপস্থিতিতে সোমবার সরগরম ছিল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনেডার স্টেডিয়াম। যার মধ্যে তিন শতাধিক ছেলে এবং অর্ধশত মেয়ে শাটলার রয়েছেন। একশ’ বিদ্যালয়ের এ শিক্ষার্থীদের অংশগ্রহণেই কাল শুরু হয়েছে শেখ রাসেল স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। এ সময় পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে.এম শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন