জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতার পুরুষ বিভাগে বাংলাদেশ আনসার এবং নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল ভারোত্তোলন জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত চার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরুষ বিভাগে আনসার পাঁচটি স্বর্ণ, তিনটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে সেরা হয়। রানার্সআপ সেনাবাহিনী জয় করে চারটি স্বর্ণ, তিনটি রুপা ও একটি ব্রোঞ্জপদক। এই বিভাগে তিন নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা ভারোত্তোলক হন সেনাবাহিনীর আশিকুর রহমান। অন্যদিকে নারী বিভাগে সেনাবাহিনী ছয়টি স্বর্ণ ও তিনটি রুপা জিতে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ আনসার জিতেছে চারটি স্বর্ণ, পাঁচটি রুপা ও একটি ব্রোঞ্জ। এই বিভাগে একটি নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা ভারোত্তোলকের পুরস্কার জেতেন সাউথ এশিয়ান (এসএ) গেমসে দুটি স্বর্ণপদক জয়ী মাবিয়া আক্তার সীমান্ত। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আনসারের পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) রাজীব হোসাইন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন