শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ভারতে ইলিশ রফতানির মেয়াদ ৫ অক্টোবর পর্যন্ত বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির মেয়াদ আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গত ৫ সেপ্টেম্বর ভারতে ইলিশ রফতানি শুরু হয় এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রফতানির অনুমোদন ছিল। মোট ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।
এদিকে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় আরও ৮টি প্রতিষ্ঠানকে নতুন করে ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে এবং রফতানির সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। গত বছর দুর্গাপূজায় ১১৫টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সঙ্কটের কারণে মাত্র ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রফতানি হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন