শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চোখের পলকে সামনেই ঘটে গেলো দুর্ঘটনাটি

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ৩:৫৭ পিএম

ট্রেন আসার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল যাত্রীরা। অল্প একটু দূরেই দাঁড়িয়ে ছিল ৬৫ থেকে ৭০ বছরের এক বৃদ্ধ। ট্রেন আসার পূর্বে লাইনে দাঁড়িয়ে কিছু একটা খুঁজতে নেমে গেলেন। চোখের পলকে সামনেই ঘটে গেলো দুর্ঘটনাটি।

নগরীর চাষাঢ়ার রেল স্টেশনে দাঁড়িয়ে বুধবার সকাল সাড়ে ১১টায় দূর্ঘটনার বর্ণনা এ ভাবেই দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী ইমরান।আক্ষেপ করে বলছিলেন, ‘আর একটু খানি সময় পেলে হয়তো, লোক টাকে বাঁচানো যেতো।’এর আগে বেলা ১১টা ৫ মিনিটে চাষাঢ়া রেল স্টেশনে এ দূর্ঘটনা ঘটে।নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

তবে, আরও এক প্রত্যক্ষদর্শী লিমন জানান, ‘আমার মনে হলো লোকটি আত্মহত্যা করেছে।’
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, অজ্ঞাতনামা পুরুষ। বয়স ৬৫ থেকে ৭০ বছর। ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনটিতে চাষাড়া স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। স্টেশন মাস্টারের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি এবং পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন