থাইল্যান্ডের একটি প্রি-স্কুলের শিশু ডে-কেয়ার সেন্টারে বন্দুকধারীর গুলিতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। হামলাকারী পুলিশের এক সাবেক কর্মকর্তা। তিনি নিজের সন্তান ও স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের নং বুয়া লাম্ফুতে এ হামলার ঘটনা ঘটে। বন্দুকধারী প্রথমে ডে-কেয়ার সেন্টারের কয়েকজন কর্মীকে গুলি করে। যাদের মধ্যে একজনে অন্তঃসত্ত্বা নারী ছিলেন।
নিহতদের মধ্যে অন্তত ২৩ শিশু রয়েছে বলে নিশ্চিত করেছ পুলিশ। তবে এ হামলার প্রকৃত উদ্দেশ্য জানা যায়নি।
থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁকে সম্প্রতি মাদক কাণ্ডে বরখাস্ত করা হয়।
থাইল্যান্ডে এমন গোলাগুলির ঘটনা বিরল। এর আগে ২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে এক সেনাসদস্য ২৯ জনকে হত্যা করেছিল। এ সময় আহত হয়েছিলেন অর্ধ শতাধিক মানুষ। সূত্র : রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন