বাংলাদেশ কেন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটা পাকিস্তানের সঙ্গে ভালো খেলল না, তার চাইতে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ক্রাইস্টচার্চে আগের দিন পৌঁছেও কেন সিরিজের প্রথম ম্যাচটা খেললেন না অধিনায়ক সাকিব আল হাসান?
দল সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ ভ্রমণ করে আসা সাকিবকে এ ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার ওপর তার আসাটা স্বাভাবিকও ছিল না। দীর্ঘ ভ্রমণ তো বটেই, ট্রানজিট ভিসার জটিলতায় ঝক্কিও কম পোহাতে হয়নি। সব মিলিয়ে টিম ম্যানেজমেন্টের নাকি মনে হয়েছে, সাকিব খেললেও ক্লান্তির কারণে কোনো ‘ইমপ্যাক্ট’ হয়তো খেলায় ফেলতে পারবেন না। কাজেই বিশ্রামই ভালো। তবে সাকিব এদিন মাঠে ছিলেন ঠিকই। একা একা ব্যাটিং অনুশীলন করেছেন হ্যাগলি ওভালের নেটে। এরপর সন্ধ্যায় রানিং করেছেন। আজ দলের সবাই যদিও বিশ্রাম নেবেন, দলীয় অনুশীলন হবে না, তবু সাকিব মাঠে আসবেন। অনুশীলন করবেন। নিজেকে পরের ম্যাচের জন্য প্রস্তুত করবেন। সাকিব পরের ম্যাচে খেলবেনও। আগামীকাল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তার উপস্থিতিতে ভালো কিছু করতে পারবে বাংলাদেশ?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন