শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাবর আজমের অসাধারণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ৩:৪৯ পিএম | আপডেট : ৪:২৫ পিএম, ৮ অক্টোবর, ২০২২

বিশ্বকাপের আগে উড়ছে বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৮তম হাফসেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত থাকেন তিনি। তার অসাধারণ ব্যাটিংয়ে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেল পাকিস্তান।

শনিবার স্বাগতিক নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারাল বাবর আজদের দল। আগের দিন বাংলাদেশকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে পাকিস্তান।


নিউজিল্যান্ডের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান তোলে পাকিস্তান। দলের পক্ষে অধিনায়ক বাবর আজম সর্বোচ্চ অপরাজিত ৭৯ রান করেন। তার ৫৩ বলের ইনিংসে ১১টি বাউন্ডারি রয়েছে।

এছাড়া ওপেনার রিজওয়ান ৪,শাদাব খান ৩৪ ও নেওয়াজ ১৬ রান করে বিদায় নেন। হায়দার আলী ২ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।

 


এর আগে শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে স্বাগিকরা। ব্যাট করতে নামা কিউই টপঅর্ডার ব্যাটারদের কেউই হাত খুলে খেলতে পারেননি। শেষ দিকে মার্ক চ্যাপম্যান ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলেন।

ইনিংসের তৃতীয় ওভারে ৮ বলে ১৩ রান করে বিদায় নেন অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিল। দ্বিতীয় উইকেট জুটিতে রানের গতি বাড়াতে পারেননি কেইন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে।


শেষ পর্যন্ত দুজনের ৮.৪ ওভারের জুটিতে আসে ৬১ রান। সাজঘরে ফেরার আগে কনওয়ে করেন ৩৫ বলে ৩৬ রান, উইলিয়ামসন ৩১ রান করতে খেলেন ৩০ বল। চার নম্বরে নামা গ্লেন ফিলিপসও হাত খুলে খেলতে পারেননি। তিনি ১৭ বলে করেন ১৮ রান।


তবে মার্ক চ্যাপম্যান তিন চার ও দুই ছয়ের মারে ১৬ বলে ৩২ রানের ইনিংস খেললে দেড়শ ছুঁইছুঁই সংগ্রহ দাঁড়ায় কিউইদের। ইনিংসের ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের বেশি দূরে যাওয়া থেকে আটকে রাখেন হারিস রউফ।

 

সবমিলিয়ে ৪ ওভারে ২৮ রান খরচায় হারিসের শিকার ২ উইকেট। আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২০ রানে নিয়েছেন দুই উইকেট। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ দুই উইকেট নিলেও চার ওভারে খরচ করেছেন ৪৪ রান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন