সাউথ এশিয়ান (এসএ) গেমসে পাঁচটি (২০১০ সালে দুটি ও ২০১৯ সালে তিনটি) স্বর্ণপদক জিতেছিলেন বাংলাদেশের কারাতেকারা। তাই এ খেলাটির প্রতি আগ্রহ জন্মেছে নতুন অনেক ক্রীড়াবিদের। এর উপর ভিত্তি করেই নতুন কারাতে কোচও তৈরী হচ্ছেন দেশে। এবার কারাতে ব্লাকবেল্ট পাওয়া দেশের তিন শতাধিক কারাতেকাদের নিয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করছে সিতোরিও কারাতে দো সংগঠনটি। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোম ও মঙ্গলবার এক সেমিনারের আয়োজন করা হয়েছে। যেখানে কোচিং করাবেন জাপান কারাতে ফেডারেশনের ব্লাকবেল্ট প্রাপ্ত কোচ হারা ইফসুতোমি এবং বাংলাদেশে অবস্থানরত নেপাল এসএ গেমসে তিন স্বর্ণপদক এনে দেওয়া জাপানি কোচ কিতামুরা তেতসুরো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন