সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মহিলা ফুটবল লিগ শুরু ১৫ নভেম্বর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ৮:৩৮ পিএম | আপডেট : ৮:৪০ পিএম, ৮ অক্টোবর, ২০২২

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে মহিলা ফুটবল লিগের খেলা। এর আগে ১২ দলের অংশহণে ১৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে লিগের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম। এবার মহিলা লিগে অংশ নেয়া প্রতিটি দল সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ৩০ জন করে খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। শনিবার বিকালে বাফুফে ভবনে আয়োজিত ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় সভায় সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। লিগে অংশগ্রহণকারী ১২ ক্লাবের প্রতিনিধিরা ছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

এবারের মহিলা লিগে অংশ নেয়া ক্লাবগুলো হলো- বসুন্ধরা কিংস, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, এফ সি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ইউনাইটেড ক্লাব, কাচারীপাড়া একাদশ উন্নয়ন সংস্থা, নাসরিন স্পোর্টস একাডেমী, সদ্যপুস্কুরিণী যুব স্পোর্টিং ক্লাব, বরিশাল ফুটবল একাডেমী, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ ও উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন