শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

‘ঝড়’ তুলতে প্রস্তুত আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

দু’দিন আগে পেছনে শান্ত-নিরিবিলি পাহাড় আর সমুদ্রের মিলনস্থলে দাঁড়িয়ে চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, ট্রাউজার আর সাদা টি-শার্ট গায়ে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করেন শানি শাহ আফ্রিদী। ছবিটির ক্যাপশনে লেখেন- ‘ঝড়ের আগের নিস্তব্ধতা’। শাহিন যা ইঙ্গিতে বলেছেন, সেটিই এবার স্পষ্ট ভাষায় জানালেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। বললেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিট হয়ে গেছেন শাহিন, ‘দুই দিন আগে ওর সঙ্গে আমার কথা হয়েছে। খুব ভালো উন্নতি হয়েছে। ওর চিকিৎসকেরা আমাকে ভিডিও পাঠিয়েছেন। এই মুহূর্তে ৯০ শতাংশ ঠিকঠাক। তারা আশা করছেন বিশ্বকাপের আগে প্রস্তুত হয়ে যাবে।’
শাহিন হাঁটুর চোটে পড়েছিলেন জুলাইয়ে পাকিস্তান দলের শ্রীলঙ্কা সফরে। তবে ওই সময় চোটের তীব্রতা খুব বেশি অনুভূত হয়নি। আগস্টে নেদারল্যান্ডস সফরে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে ওই সিরিজে শেষপর্যন্ত খেলানো হয়নি। এরপর এশিয়া কাপ খেলতে দুবাইয়েও নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়। পাঠিয়ে দেওয়া হয় লন্ডনে। এক মাসের বেশি সময় ধরে লন্ডনেই আছেন শাহিন। এর মধ্যে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের সিরিজ এবং নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ মিস করছেন তিনি।
২২ বছর বয়সী পাকিস্তানি পেসার এখন ইংল্যান্ডে। আছেন হাঁটুর চোট-পরবর্তী পুনর্বাসনে। সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্টে যেন জানান দিতে চাইলেন, তিনি মাঠে গতির ঝড় তুলতে প্রস্তুত। তবে পিসিবি প্রধান বলেছেন, বিশ্বকাপের জন্য সম্পূর্ণ প্রস্তুত শাহিনকে পেতে কোনো ঝুঁকি নিচ্ছেন না তারা। ডন নিউজের ‘রিপ্লে’তে অংশ নিয়ে রমিজ বলেন, ‘হাঁটুর চোট খুব স্পর্শকাতর ব্যাপার। আমাদের মত হচ্ছে ১১০ শতাংশ ফিট না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকি নেব না। তবে আমি যখন শাহিনের সঙ্গে কথা বলেছি, ও বলছিল ১১০ শতাংশ ফিট হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় গিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও খেলতে চায় সে।’ এই মুহূর্তে পাকিস্তানের সেরা পেসার আফ্রিদি। তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি বোর্ড, বললেন দলটির সাবেক অধিনায়ক রমিজ, ‘হাঁটুর চোট টেকনিক্যাল সমস্যা ও নাজুক বিষয়। আমাদের ভাবনা এমন ছিল যে, সে ১১০ ভাগ ফিট না হওয়া পর্যন্ত তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না।’
আগামী ২৩ অক্টোবর ভারত ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা; ১৭ অক্টোবর ইংল্যান্ড ও ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচগুলোও খেলতে পারবেন বলে আফ্রিদি নিশ্চিত করেছেন রমিজকে, ‘আমরা যখন কথা বলছিলাম, তখন শাহিন বলল, ‘আমি ইতোমধ্যে ১১০ ভাগ ফিট, চিন্তার কিছু নেই। আমি প্রস্তুতি ম্যাচগুলোতেও খেলব এবং ভারতের বিপক্ষে খেলার জন্য প্রস্তত থাকব’।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন