শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এবার ইরান বিশ্বকাপ দলের ফুটবলার বসুন্ধরা কিংসে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে দু’মৌসুম আগে খেলে গেছেন কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস। যিনি ২০১৮ রাশিয়া বিশ^কাপে কোস্টারিকার হয়ে মাঠ মাতিয়েছিলেন। এবার কিংসরা ইরান থেকে উড়িয়ে এনেছে দেশটির ২০১৪ বিশ্বকাপ দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ডিফেন্ডার রেজা খানজাদেহকে। গতকাল বসুন্ধরা কিংসের সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। আসন্ন মৌসুমে কিংসের হয়েই ঘরোয়া আসরে খেলবেন এই ইরানিয়ান। ২০১৪ ব্রাজিল বিশ^কাপের প্রাথমিক স্কোয়াডে থাকলেও ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ইরানের মূল দলে ছিলেন রেজা। কিন্তু বিশ্বকাপের ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি তার। তিনি সর্বশেষ খেলেছেন ইরানের শীর্ষ লিগের ক্লাব গোহার সির্জান এফসির হয়ে। ইরানের বাইরে কাতারের ক্লাব আল আহলির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে রেজা খানজাদেহ’র। এর আগে বসুন্ধরা কিংসে কয়েক মৌসুম খেলেছিলেন আরেক ইরানী ডিফেন্ডার খালিদ শাফি। গত মৌসুমে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারায় তাকে বিদায় করে দেয় কিংস কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন