শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে পড়ে যমজ ভাইবোনের মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২২, ৫:৩৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ১৮ মাস বয়সী আমিনুল ইসলাম ও আমিনা আক্তার নামে যমজ দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে এঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের শাহ আলম মিয়ার যমজ সন্তান।

স্থানীয়রা জানায়, ওই যমজ শিশুদের মা গোলেনুর বেগম দুই সন্তানকে বাড়িতে রেখে এক প্রতিবেশীর বাড়িতে সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে যান। এসময় সবার অজান্তে যমজ দুই ভাইবোন খেলতে খেলতে বাড়ির পাশের এক পুকুরের পানিতে পড়ে মারা যায়। তাদের মা কিস্তির টাকা দিয়ে বাড়িতে গিয়ে যমজ দুই সন্তানকে দেখতে না পেয়ে বাড়ির আশেপাশে খুঁজতে থাকেন। এরই একপর্যায়ে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের পুকুরের পানিতে শিশুদের মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। এসময় স্থানীয়রা ছুটে গিয়ে ওই যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
যমজ দুই ভাইবোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বলেন, ‘যমজ দুই ভাইবোনকে বাড়িতে রেখে তাদের মা সমিতির কিস্তি দিতে যায়। এসময় শিশু দুটি প্রতিবেশির পুকুরের পড়ে গিয়ে মারা যায়। এটি একটি মর্মান্তিক ঘটনা। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘পুকুরে পড়ে গিয়ে যমজ দুই ভাইবোনের মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন