সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলো আব্দুর সবুর মোল্যার ছেলে আসাদুর রহমান (৬) ও মমিনুর মোল্যার মেয়ে মনিরা খাতুন (৫)। নিহতদের চাচা নুরুউদ্দীন মোল্যা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে সবাই কাজে ব্যস্ত ছিল। এসময় তারা চাচাতো দুই ভাইবোন খেলার সময় উঠানের পাশের পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর পুকুর হতে দু’জনের লাশ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ওসি ইনামুল হক ঘটনা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন