ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস ও কৃতি স্যাননের পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ’। এ সিনেমাটি বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে একটি সংগঠন। ন্যাশনাল সিনে ওয়াকার্স ইউনিয়ন নামের সংগঠনটি এই নোটিশ পাঠায়।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালক ওম রাউত, প্রযোজক ভূষণ কুমার, অভিনেতা প্রভাস, সাইফ আলী খান, অভিনেত্রী কৃতি স্যাননসহ অনেকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ন্যাশনাল সিনে ওয়াকার্স ইউনিয়ন। ‘আদিপুরুষ’ সিনেমায় হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস ও মূল্যবোধে আঘাত করার অভিযোগ করেছে সংগঠনটি। নোটিশটি জারি করেছেন আশিষ রাই নামে একজন আইনজীবী।
এ বিষয়ে আশিষ রাই বলেন- ‘আদিপুরুষ’ সিনেমায় পরিচালক ও তারকা শিল্পীরা যেভাবে হিন্দু ধর্মকে উপহাস করেছেন তা নৈতিকভাবে আপত্তিকর। তারা রামায়ণের মূল চরিত্রগুলোর সাংস্কৃতিক তাৎপর্যের ক্ষতি করেছেন। হিন্দু সভ্যতা ও রামায়ণকে অপমান করেছেন।
জানা গেছে, সিনেমাটিতে ভগবান রাম, লক্ষ্মণ ও রাবণের চিত্রায়ন নিয়ে আপত্তি তুলেন বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি- সিনেমাটিতে হিন্দু ধর্মকে উপহাস করা হয়েছে। আপত্তিকর দৃশ্য কর্তন না করলে সিনেমাটি মুক্তি দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে সংগঠনটি।
উল্লেখ্য, ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। রাবণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। সিনেমাটি তিন ভাগে নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ১২ জানুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন