শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

নতুন চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নতুন চ্যাম্পিয়ন পেল চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ। রেলিগেটেড অফিস দল বিসিআইসিকে ৫-০ গোলে উড়িয়ে শিরোপা নিশ্চিত করেছে মাদারবাড়ি উদয়ন সংঘ। গতকাল দুপুরে এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটিতে বিজয়ী দলের আকাশ ও ফয়সাল জোড়া গোল করেন, অপরটি আসে অপির পা থেকে। ৯ ম্যাচে ৫ জয় আর ৪ ড্র’র সুবাদে ১৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মাদারবাড়ি উদয়নের সংঘ। নতুন চ্যাম্পিয়নরা ৯ ম্যাচে ২০ গোলের বীপরিতে হজম করেছে কেবল তিনটি। অপরদিকে বিসিআইসি ৯ ম্যাচে পয়েন্টের ঝুলি শূন্য। গোল খেয়েছে ৩৭টি, দিয়েছে মাত্র ৬টি।
একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে চট্টগ্রাম মোহামেডান ব্লুজ ও চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতির ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। মোহামেডানের জোড়া গোল করেছেন সৌরভ, আর বন্দরের রয়েল। বন্দরের সালাউদ্দিন ও মোহামেডানের রিজওয়ান লাল কার্ড দেখেছেন। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বন্দর, সমান ম্যাচে ১২ পয়েন্ট মোহামেডানের। আজ ব্রাদার্স ও সিটি কর্পোরেশনের মধ্যেকার লিগের শেষ ম্যাচটির উপর নির্ভর করবে রানার্স আপের শিরোপা কারা পাবে। ইতিমধ্যে এ দুটি দল তাদের আট খেলা শেষে ব্রাদার্স ১৫ ও সিসিক ১২ পয়েন্ট পেয়েছে। ব্রাদার্স জিতলে শতদলের সঙ্গে প্লে অফ ম্যাচে নিশ্চিত হবে রানার্স আপ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন