শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কাল থেকে চট্টগ্রামে যুব হকি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

সিজেকেএসএর ব্যবস্থাপনায় আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার চট্টগ্রাম ভেন্যু পর্যায়ের খেলা আগামী ১৫ অক্টোবর থেকে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। এ প্রতিযোগিতায় সাতটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, রাঙ্গামাটি জেলা, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, ফেনী জেলা, চট্টগ্রাম বিভাগ, নোয়াখালী জেলা। এখান থেকে দুটি দল চূড়ান্ত পর্বে ঢাকায় খেলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। প্রতিযোগিতার বাজেট দুই লাখ টাকা। তার মধ্যে হকি ফেডারেশন এক লাখ ৭৫ হাজার টাকা দিচ্ছে। এছাড়া হকি ফেডারেশন থেকে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ৯/১০টি হকি স্টিক, ৬টি বল, জার্সি, মৌজা, গাড়ি ভাড়া, খাওয়া খরচ নগদ প্রদান করা হবে। দলগুলোর আবাসন ব্যবস্থা করবে সিজেকেএস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন