প্রিমিয়ার ফুটবল লিগ শেষ হয়েও হইলো না শেষ। গতকাল ব্রাদার্স ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের মধ্যেকার ম্যাচটি ছিল লিগের শেষ ম্যাচ। ব্রাদার্স জিতলে শতদলের সঙ্গে পয়েন্ট তালিকা সমান হয়ে খেলতে হবে তাদের প্লে অফ ম্যাচ। সেটিই হবে রানার্স আপ নির্ধারণ ম্যাচ। তাই রানার্স আপে টিকে থাকার লড়াইয়ে ব্রাদার্সের জয়ের বিকল্প ছিলনা। ঠিকই গতকাল ব্রাদার্স লিগের শেষ ম্যাচটি ঘটিয়ে দিয়েছে অঘটন। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে জিতেছে ২-০ গোলে। আশরাফুল ও বদলি হেলাল গোল করে। এ জয়ের ফলে ব্রাদার্স ও শতদল নয় খেলা শেষে ১৮ পয়েন্ট পেয়ে তাদের খেলতে হবে রানার্স আপ লড়াইয়ের প্লে অফ ম্যাচ।
এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটিতে উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেললেও সিটি কর্পোরেশন নিজেদের দুর্গ আগলে রেখে ‘গোল খাবোনা সুযোগ বুঝে গোলের সদ্ব্যবহার করব’ এ কৌশল অবলম্বন করে। তাদের এ কৌশল সফল হলেও শেষ ১৫ মিনিট খেলোয়াড়রা ছিল পরিশ্রান্ত। ব্রাদার্স এ সুযোগ কাজে লাগিয়ে ৮২ ও ৮৫ মিনিটে দুটি গোল আদায় করে নেয়। গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স লিগের প্রথম চারটি ম্যাচ জয় পেয়ে পরের তিনটি ম্যাচ পরাজিত হয়ে চলে গিয়েছিল ব্যাকফুটে। শেষ দুটি ম্যাচ জয় পেয়ে এখন চলে এসেছে রানার্স আপ ট্রফির লড়াইয়ে। উল্লেখ্য, ইতিমধ্যে লিগে চ্যাম্পিয়ন হয়েছে মাদারবাড়ি উদয়ন সংঘ। গতকাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিজেকেএসএর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের কাছ থেকে মাদারবাড়ি উদয়ন সংঘ চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন