শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সুপার সাইক্লোন নিয়ে সরকার প্রধানমন্ত্রীর নির্দেশে সতর্ক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি, এমনকি সেটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে- এমন আশঙ্কার কথা উঠে এসেছে আমেরিকার গেøাবাল ফোরকাস্ট সিস্টেম মডেলের সাম্প্রতিক দেয়া পূর্বাভাসে। এদিকে, এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, চলতি মাসের শেষভাগে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তথা যুক্তরাষ্ট্রের গেøাবাল ফোরকাস্ট সিস্টেম এর পূর্বাভাস অনুযায়ী সুপার সাইক্লোন সৃষ্টির পূর্বাভাস থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার সতর্ক আছে। অবশ্য বাংলাদেশ আবহাওয়া বিভাগ এ বিষয়ে এখন পর্যন্ত কোন আভাস বা বার্তা দেয়নি।

কানাডার সাসকাচুয়ান বিশ^বিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল ‘গেøাবাল ফোরকাস্ট সিস্টেম’-এর বরাত দিয়ে জানান, ১৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি সুপার সাইক্লোন সৃষ্টির আশঙ্কার বিষয়ে জিএফএস পূর্বাভাস দিয়েছে। ঘূর্ণিঝড় তৈরির আগে সাগরে লঘুচাপ-নিম্নচাপ সৃষ্টি হতে পারে ১৭ অক্টোবরের দিকে। এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এই ঘূর্ণিঝড়ের নাম ‘সিত্রাং’। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন উপক‚লের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।

তবে গত ৯ অক্টোবর পূর্বাভাসে বলা হয়, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের উপক‚ল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এ অবস্থায় আশঙ্কা করা হচ্ছে, আসন্ন এই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশ ও ভারতের মাঝামাঝি পশ্চিমবঙ্গের সুন্দরবন উপক‚লের মাঝামাঝি যে কোন স্থান দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে। জিএফএস পূর্বাভাস মডেলের বরাত দিয়ে মোস্তফা কামাল আশঙ্কা করেন, আসন্ন ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সুপার সাইক্লোনের শক্তি অর্জন করতে পারে। অর্থাৎ এর বাতাসের গতিবেগ ঘূর্ণিঝড় ‘সিডর’র মতো ঘণ্টায় ২১০ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। একই সময়ে অমাবস্যা থাকার ফলে ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধি এবং ব্যাপক জলোচ্ছ¡াসের আশঙ্কা রয়েছে। তবে জিএফএস-এর পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের শঙ্কার কথা বলা হলেও দেশের আবহাওয়াবিদরা বা আবহাওয়া বিভাগ এখন পর্যন্ত তেমন কোন আভাস বা বার্তা দেননি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়-পূর্ব কোন লঘুচাপ সৃষ্টি হয়নি।

এ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, চলতি মাসের শেষভাগে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় বা জিএফএস-এর পূর্বাভাস অনুযায়ী সুপার সাইক্লোন সৃষ্টির পূর্বাভাস থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার সতর্ক আছে। এর জন্য সরকারের প্রয়োজনীয় প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।
সচিবালয়ে বুধবার ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এ বিষয়ে সতর্ক আছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের গেøাবাল ফোরকাস্ট সিস্টেম বা জিএফএস সুপার সাইক্লোনের বার্তাটি দিয়েছে। আমরা বার্তাটি পেয়েছি। তারা বলেছে, ১৭ অক্টোবর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হবে।

যেটি পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ওই ঝড় ভারতের অন্ধ্র প্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ ও আমাদের সুন্দরবনের কিছু অংশে আঘাত হানতে পারে। এটি আম্পানের মত সুপার সাইক্লোনেও রূপান্তরিত হতে পারে।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জিএফএস ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিলেও দেশের আবহাওয়াবিদরা এখনও তেমন কোন বার্তা দেননি। তারা (আবহাওয়াবিদরা) বলেছেন, এটি আরও পর্যবেক্ষেণ করতে হবে। তারপর সিদ্ধান্ত নেবেন। বঙ্গোপসাগরে লঘুচাপ-নিম্নচাপ এখনও সৃষ্টি হয়নি।

সরকার বিষয়টি নজরদারিতে রেখেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে আলোচনা করেছেন। তিনিও এটা নজরদারিতে রাখতে বলেছেন। আমাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। আমরা সতর্ক আছি। আমাদের আবহাওয়া দফতর জাপান ও ভারতের আবহাওয়া দফতরের সঙ্গে যৌথভাবে কাজ করে। যদি কোন ঘূর্ণিঝড় তৈরি হয় এবার তার নাম হবে ‘সিত্রাং’। এই নাম থাইল্যান্ডের দেওয়া।

সরকার আগাম প্রস্তুতি কী নিচ্ছে জানলে চাইলে প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, সিদ্ধান্ত এলে আগাম প্রস্তুতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। মাঠ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের কাছে এ বার্তাটি পৌঁছে গেছে। তারা প্রস্তুত আছেন। সাধারণত নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর আমরা প্রস্তুতিমূলক কাজ করতে থাকি। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর মাত্রা বুঝে যখন মহাবিপদ সঙ্কেত হবে, তখন মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসব।

প্রতিমন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হল প্রথম কাজ। এরপর সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। তাছাড়া আশ্রয়কেন্দ্রে মন্ত্রণালয় থেকে চাল, শুকনো খাবার, সুপেয় পানি ও নগদ টাকা পৌঁছে দেয়া হয় সময়মতো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
hassan ১৪ অক্টোবর, ২০২২, ১২:১৫ পিএম says : 0
আল্লাহ তুমি সুপার সাইক্লোন দিয়ে এদেশের সন্ত্রাসী জালেম সরকারকে উঠিয়ে নিয়ে যাও এবং তোমার আইন দিয়ে দেশ চালাও তাহলে আমরা একটু সুখে শান্তিতে বসবাস করতে পারব আমরা ভীষণ কষ্টের মধ্যে আছি আল্লাহ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন