শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শীতলক্ষ্যায় নৌকা ডুবি নিহত ৩

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১১:৩১ এএম

বন্দরে কদমরসূল দরগা প্রাঙ্গনে চলা মেলা থেকে ফেরার পথে শহরের নবীগঞ্জ ঘাটে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবে তিনজনের মৃত্যু ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় ট্রলার ডুবিতে নিহতরা হলেন শাওন, জীম ও রিফাত।

এদের বয়স ১৭ ও ১৮ বছর। তারা সকলেই শহরের ডনচেম্বার ও খানপুরের বাসিন্দা।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকাডুবির ঘটনায় শাওন, জিম ও রিফাত নামে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নৌকাটিতে নবীগঞ্জ মেলায় ঘুরে ফিরছিলেন নিহতরা সহ তাদের বন্ধুরা। এসময় একটি বড় জাহাজ পাশ দিয়ে গেলে জাহাজের ঢেউয়ে দুটো নৌকার ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত আর কেউ নিখোঁজ আছে বলে কেউ জানায়নি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন