শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

চট্টগ্রাম আবাহনীতে কোচ টিটু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

ঘরোয়া ফুটবলে গত মৌসুমের শুরুতে শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ ছিলেন সাইফুল বারী টিটু। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বের আগেই রাসেল শিবির থেকে বিদায় নিতে হয় তাকে। পরে আর কোনো দলের হয়ে কাজ করেননি তিনি। জানা গেছে এবার চট্টগ্রাম আবাহনীর প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন টিটু। সর্বশেষ ২০১৭ সালেও এই ক্লাবের হয়ে কাজ করেছিলেন তিনি। পাঁচ বছর পর পুরানো ক্লাবে ফেরা নিয়ে ইতোমধ্যে চট্টগ্রাম আবাহনী ও টিটুর মধ্যে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে। দুই এক দিনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবে বলে জানিয়েছেন টিটু নিজেই। গতকাল তিনি বলেন,‘আমার সঙ্গে চট্টগ্রাম আবাহনী কর্তাদের মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে। এখন শুধু চুক্তিটা বাকী।’ টিটু যোগ করেন,‘প্রত্যেকটি দলই একটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করে। এখানেও চ্যালেঞ্জ রয়েছে। নিজের সর্বোচ্চটা দিয়ে আসন্ন মৌসুমে চট্টগ্রাম আবাহনীর সেরা ফল এনে দিতে চাই।’
গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর কোচ ছিলেন মারুফুল হক। তার দায়িত্বকালে চট্টলার দলটি তালিকার সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছিল। তিনি এবার যোগ দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। চট্টগ্রাম আবাহনীকে নিয়ে সাইফুল বারী টিটু বলেন, ‘কয়েকজন ছাড়া গত মৌসুমের অনেক খেলোয়াড়ই নেই। তবে নতুনরা যোগ হয়েছে। বিদেশিদের সঙ্গে যোগাযোগ চলছে। আশা করি এবার একটা ভারসাম্য দলই হবে চট্টগ্রাম আবাহনী।’ চট্টগ্রাম আবাহনীর অনুশীলনে কিছু দিনের মধ্যে যোগ দেবেন সাইফুল বারী টিটু। তিনি একটি কোচিং কোর্সের মধ্যে রয়েছেন। সেই কোর্স শেষ হলেই মাঠের অনুশীলন শুরু করবেন। এর আগে তার সহকারী জাহাঙ্গীর খেলোয়াড়দের অনুশীলন করাবেন তার নির্দেশনা অনুযায়ী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন