শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

যুব হকি চট্টগ্রাম অঞ্চলের খেলা শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সিজেকেএসএর ব্যবস্থাপনায় আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭ তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার চট্টগ্রাম ভেন্যুর খেলা গতকাল থেকে শুরু হয়েছে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম বড় ব্যবধানে হেরেছে। কক্সবাজার জেলার কাছে ৬-২ গোলে চট্টগ্রাম হেরে যায়। দিনের অপর ম্যাচে নোয়াখালী ১-০ গোলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডকে পরাজিত করে। এর আগে লীগের উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ সময় আল আরাফাহ ব্যাংকের জোনাল হেড মোহাম্মদ আজম, হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এস আদেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউসুফ, হকি কমিটির চেয়ারম্যান আবুল হাসেম উপস্থিত ছিলেন। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, ফেনী, চট্টগ্রাম বিভাগ ও নোয়াখালী জেলা এ সাতটি দল এই ভেন্যুতে খেলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন