শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লাঠির জবাব লাঠির মাধ্যমে দেওয়া হবে- নিতাই রায় চৌধুরী

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৩:১১ পিএম

চলমান এ আন্দোলন জনগণের আন্দোলন, লাঠির জবাব লাঠির মাধ্যমে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন বিএনপি’র ভাইচ চেয়ারম্যান নিতাই রায় চোধুরী। রোবিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র নব-গঠিত পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, হত্যা, রক্ত ঝরানো ও গ্রেফতার সকল দেশের ফেসিবাদী শাসনের বিশেষ বৈশিষ্ঠ। যে আন্দোলন শুরু হয়েছে তা এখন বিএনপি’র হাতে নেই এ আন্দোল ছড়িয়ে গেছে দেশের সকল শ্রেণীপেশার মানুষের মাঝে। তারা ফ্যাসিস্ট এ সরকারের পতন চাই এবারের আন্দোলনে তাদের পতন হবেই। এই নির্বাচন কমিশন তাদের আগ্রাবহ তাদের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। পার্লামেন্ট ভেঙ্গে তত্ত্বাবোধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ লড়াই চরম লড়াই এর মাধ্যমে সরকারের পতন হবেই। রাজপথই আমাদের ফয়সালার জায়গা।
এতে জেলা বিএনপি’র নব-গঠিত কমিটির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, সাংগঠনিক সম্পাদক সাজেদুজ্জামান পপ্পু, সদর থানা বিএনপি’র সভাপতি কামাল আযাদ পান্নু, সাধারন সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় জেলা বিএনপি’র ১৫১ বিশিষ্ঠ কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন