আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিতব্য ‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শনের জন্য বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের দু’টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। চলচ্চিত্র দু’টি হচ্ছে; বাংলাদেশের বাম আন্দোলনের প্রেক্ষিতে নির্মিত পূর্ণদৈর্ঘ্য কাহিনী ছবি ‘রূপসা নদীর বাঁকে’ এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মধুমতী পারের মানুষটি: শেখ মুজিবুর রহমান’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন