শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

শাদে ব্যাপক বন্যায় জরুরি অবস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

আফ্রিকার দেশ শাদে বন্যকবলিত হয়ে পড়েছেন দশ লাখের বেশি মানুষ। বিরল এই বন্যায় বিপর্যস্ত বিস্তৃত অঞ্চল। এমন অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির নেতা মহামত ইদ্রিস ডেবি ইটনো। বুধবার তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন। শাদের দক্ষিণ ও মধ্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা দেশের ২৩টি প্রদেশের মধ্যে ১৮টিতে আঘাত করেছে। ডেবি জানিয়েছেন, দশ লাখের বেশি মানুষকে বন্যা প্রভাবিত করেছে। তবে এখন পর্যন্ত কেউ বন্যার কারণে মারা যায়নি। তিনি জানান, বন্যার পানি ৪ লাখ ৬৫ হাজার হেক্টরের বেশি ক্ষেত এবং ১৯ হাজার গবাদি পশুর ক্ষতি করেছে। প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি আরও ভালভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরিস্থিতিকে ‘ক্রমবর্ধমান উদ্বেগজনক’ বলে অভিহিত করে প্রেসিডেন্ট ডেবি বলেন, সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে রাজধানী এন’জামেনা এবং আশেপাশের এলাকা। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের বেঞ্চমার্ক অনুসারে শাদ বিশ্বের তৃতীয় দরিদ্রতম দেশ। জাতিসংঘ বলেছে যে, শাদের ৫৫ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। অন্যদিকে বিশ্বব্যাংক বলছে, দেশটিতে ১ কোটি ৬০ লাখ ৪২ শতাংশ দারিদ্র্যের মধ্যে বাস করে। ডেবি বলেন, আমাদের আশ্রয়, মৌলিক প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্য সুরক্ষা প্রদান করতে হবে। সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাতে হবে যিনি এখন পর্যন্ত আমাদের প্রাণহানির হাত থেকে রক্ষা করেছেন। তিনি বন্ধুত্বপূর্ণ দেশ এবং প্রযুক্তিগত ও আর্থিক অংশীদারদের সরকারের সাহায্যের হাত বাড়ানোর আহŸান জানান। ২০২১ সালে তার পিতা ইদ্রিস ডেবি ইটনো বিদ্রোহীদের হাতে নিহত হওয়ার পর চাদের ক্ষমতা গ্রহণ করেন ৩৮ বছর বয়সি পাঁচ তারকা জেনারেল মোহামত। এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন