দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আত্মরক্ষায় নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন। যার অংশ হিসেবে ১০ জেলা এবং ১৮টি স্কুল ও কলেজের ক্রীড়াবিদদের অংশগ্রহণে আগামীকাল শুরু হচ্ছে ওয়ালটন ফেডারেশন কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতা। ৩২০ জন তায়কোয়ান্দোকার মধ্যে দুইশ’জন পুরুষ ও একশ’ ২০ জন মেয়ে রয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠেয় দুদিন ব্যাপী প্রতিযোগিতায় পুমসে ডিসিপ্লিনের আটটি ক্যাটাগরিতে ৪০টি করে স্বর্ণ, রুপা এবং ব্রোঞ্জের জন্য লড়বেন তারা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। এ সময় সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল এবং ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন