ওয়ালটন ঢাকা মহানগর টেবিল টেনিস (টিটি) লিগের নারী বিভাগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। এবার প্রিমিয়ার বিভাগেও সেরার খেতাব জিতেছে দলটি। গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার বিভাগের শেষ খেলায় পুলিশ ৩-২ সেটে ওয়ারী ক্লাবকে হারিয়ে প্রথমবার লিগ শিরোপা জিতে নেয়। যদিও পুলিশ এবং ওয়ারী দু’দলেরই সমান ২২ পয়েন্ট ছিল। এমনকি লিগের প্রথম পর্বে পুলিশকে হারিয়েছিল ওয়ারী। তবে বাইলজ অনুযায়ী, পয়েন্ট সমান থাকা দুই দলের মধ্যে সুপার লিগে যে জিতবে সেই চ্যাম্পিয়ন। সেই হিসেবে শিরোপা জিতে নিয়েছে মানস চৌধুরী, জাবেদ আহমেদ ও ইমরান হোসেন হৃদয় ও মোফরাদুল খায়ের হামজা সজিবের পুলিশ ক্লাব। এর ফলে দীর্ঘদিনের চ্যাম্পিয়ন মুকুট হারালো শেখ রাসেল ক্রীড়া চক্র। এবার তাদের অবস্থান অষ্টম। এদিকে প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিজয় টিটি ক্লাব। সুপার লিগে তিন ম্যাচের সবক’টিতে জিতে ছয় পয়েন্ট পেয়ে শিরোপা হয়েছে তাদের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন