শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায ১ জন নিহত ও ৩জন আহত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ৮:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায ১ জন নিহত ও ৩জন আহত হয়েছে। ২১অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৩নং নাচোল ইউনিয়নের জোনাকিপাড়া মোড়ে যাত্রীবাহী অটোভ্যানগাড়ীকে বিপরীতগামী ঢাকা- মেট্রো-ট-১৪২২ নম্বরের একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে অটোভ্যানগাড়ীর চালকসহ ৪ যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে নাচোল ফায়ারসার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে নাচোল হাসপাতালে নিলে মজিবুর রহমান (৫০) নামে একজন ডিম ব্যবসায়ীর মৃত্যু হয়। মৃত ব্যক্তি নাচোল উপজেলার নেজামপুর মরাফেলা মহল্লার বিসারত আলীর ছেলে। অপর আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, ট্রাক এবং অটোভ্যানগাড়ী উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন