ঘরোয়া ফুটবলে গতবছর স্বাধীনতা কাপ টুর্নামেন্টে খেলা ঢাকা আবাহনী লিমিটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ডান পায়ের আঘাত পেয়েছিলেন। ওই টুর্নামেন্টে তার দল চ্যাম্পিয়ন হলেও গেল মৌসুমে আর খেলা হয়নি হৃদয়ের। অবশেষে ইনজুরি কাটিয়ে ফের মাঠে ফিরেছেন নারায়ণগঞ্জের এই তরুণ ফুটবলার। গতকাল আবাহনীর অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। এদিন ধানমন্ডিতে নিজেদের মাঠে পর্তুগিজ কোচ মারিও লেমসের অধীনে শহীদুল আলম সোহেল, নাবীব নেওয়াজ জীবনরা ঘাম ঝরিয়েছেন। দীর্ঘদিন পর অনুশীলনে ফিরে হৃদয় বলেন, ‘পায়ের নার্ভের সমস্যার কারণে গত মৌসুমে আর মাঠেই নামা হয়নি। ভারতের বেঙ্গালুরুর ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছিল। এতদিন ফিজিওথেরাপিসহ কিছু ব্যায়ামের উপর ছিলাম। দীর্ঘদিন পর আবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন