ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি তাকে বদলি হিসেবেও নামাননি ম্যানইউ ম্যানেজার এরিক টেন হাগ। তখন কিছুটা অভিমানে ম্যাচের ৮৯ মিনিটে ডাগআউট ছেড়ে ড্রেসিংরুমে চলে যান পর্তুগিজ মহাতারকা। তবে ব্যাপারটা ভালোভাবে নেননি ডাচ কোচ টেন হাগ। ফলশ্রুতিতে ক্যারিয়ারের সায়াহ্নে এসে রোনালদোকে পেতে হলো নতুন অভিজ্ঞতা। শৃঙ্খলাজনিত কারণে দল থেকে ‘বাদ’ দেওয়া হয়েছে ৫ বারের ব্যালন ডি’অরজয়ীকে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন রোনালদো।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। পরে তাকে বদলি হিসেবেও নামাননি ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ম্যাচের ৮৯ মিনিটে দেখা যায় ডাগআউট ছেড়ে টানেলের দিকে রওনা হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। এ নিয়ে কোচকে প্রশ্ন করা হলে, ডাচ কোচ জানান, ‘আমি ব্যাপারটা আগামীকাল দেখব।’ টেন হাগ ব্যাপারটা বেশ কঠোরভাবেই দেখলেন। এক ম্যাচের জন্য রোনালদোকে স্কোয়াডের বাইরে থাকার শাস্তি দিয়েছেন তিনি। আজ চেলসির বিপক্ষে ম্যানইউ খেলবে পর্তুগিজ তারকাকে ছাড়াই।
এ শাস্তির কথা জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন ক্লাবটির অন্যতম সফল ফুটবলার রোনালদো, ‘আমি পুরো ক্যারিয়ারজুড়ে যেমনটা করে এসেছি... সবসময় সতীর্থ, প্রতিপক্ষ ও কোচদের সঙ্গে সম্মানের সঙ্গে খেলতে চেষ্টা করি। এটি বদলায়নি, আমি বদলাইনি। গত ২০ বছর ধরে শীর্ষ পর্যায়ের ফুটবলে আমি সেই একই ব্যক্তি, একই পেশাদার হিসেবে রয়েছি। আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্মানের বিষয়টি সবসময় বড় ভূমিকা রেখেছে।’
পর্তুজিগ তারকা আরও বলেন, তিনি তরুণদের জন্য সব সময়ই অনুসরনীয় হতে চেয়েছিলেন। তবে গত স্পার্স ম্যাচে যা হয়ে তা হয়ত তরুনদের জন্য উদাহরণ স্বরুপ নন, এই কথাও লিখেন তিনি, ‘আমি খুব ছোট বয়সে খেলা শুরু করেছি। বয়সে বড় ও অভিজ্ঞ খেলোয়াড়দের উদাহরণ আমার জন্য সবসময় গুরুত্বপূর্ণ ছিল। এজন্য পরে আমি সবসময় চেষ্টা করেছি, আমার দলের তরুণ খেলোয়াড়দের জন্য নিজেকে উদাহরণ হিসেবে দাঁড় করাতে। দূর্ভাগ্যবশত এটি সবসময় সম্ভব হয় না। কখনও কখনও মুহূর্তের উত্তাপ আমাদের গ্রাস করে ফেলে।’
জঞ্জাল পেছনে ফেলে সামনের দিনগুলোতে নতুন করে যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকার প্রত্যয় জানিয়েছেন রোনালদো। চাপের মুখে ভেঙে না পড়ে সবার সঙ্গে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন তিনি, ‘এখন আমি যা বুঝতে পারছি, আমাকে ক্যারিংটনে কঠোর পরিশ্রম করে যেতে হবে, সতীর্থদের সমর্থন করতে হবে এবং যেকোনো ম্যাচে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। চাপের কাছে নতি স্বীকার করা কোনো উপায় হতে পারে না। এটি কখনও ছিলও না। ম্যানচেস্টার ইউনাইটেড এবং আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। শিগগির আমরা আবার এক হব।’
এই ৩৭ বছর বয়সী ফুটবলার কখনও হারার আগে হার স্বীকার করেন না। তাইতো জানিয়েছেন চাপের কাছে হারের প্রশ্নই আসে না। হয়তো শীঘ্রই মাঠে দেখা যাবে আবারও পুরানো সেই রোনালদোকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন