আইসিসির অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে আগামীকাল রোববার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান। ম্যাচটি হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
এই ম্যাচ দিয়ে দীর্ঘ ৩৭ বছর পর আবারও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দু’বার আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত ও পাকিস্তান। দু’বারই ওয়ানডে ফরম্যাটে। এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ভেন্যুতে লড়বে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় দু’দল ভারত ও পাকিস্তান।
১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাটে হওয়া বেনসন এন্ড হেডজ বিশ্বকা চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে ভারত ৬ উইকেটে হারিয়েছিলো পাকিস্তানকে। ঐ টুর্নামেন্টেরই ফাইনালে আবারও দেখা হয় ভারত ও পাকিস্তানের। ফাইনালের মঞ্চেও ৮ উইকেটে পাকিস্তানকে হারায় ভারত। সেই আসরে আরও অংশ নিয়েছিলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলংকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন