শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

করযোগ্য ব্যক্তি-প্রতিষ্ঠানকে করের আওতায় আনার উদ্যোগ

নভেম্বর ১ হতে শুরু হচ্ছে করসেবা মাস

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

চলতি অর্থবছরে (২০২২-২৩) করযোগ্য আয় করা ছাড়াও ৪০ ধরনের সেবা প্রাপ্তিতে একজন ব্যক্তির আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। যার মধ্যে রয়েছে-গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পেতে অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে। শুধু তাই নয়, রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারের প্রমাণ দেখাতে না পারলে বিচ্ছিন্ন করা হবে করদাতার গ্যাস কিংবা বিদ্যুতের লাইন। ওই আদেশ বাস্তবায়নের অংশ হিসাবেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মধ্যে আজ বৃহস্পতিবার এনবিআরে সমঝোতা স্মারক হবে বলে জানা গেছে। করযোগ্য ব্যক্তি-প্রতিষ্ঠানকে করের আওতায় আনতে ডেটাবেজ যাচাই করাসহ তথ্য বিনিময় করাই হতে পারে মূল সমঝোতার মূল বিষয়। যেখানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান উপস্থিত থাকার কথা রয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে সহযোগিতা চেয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং অধিদফতরে কয়েক দফায় চিঠি দিয়েছিলেন এনবিআর চেয়ারম্যান। আয়কর রাজস্ব আহরণের প্রধান খাতই নয়, বরং এটি অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠারও কার্যকরী মাধ্যম। আয়করের মাধ্যমে রাজস্বের বৃহত্তম অংশ আহরণের ক্ষেত্রে সকল দেশই সচেতন প্রয়াস চালায়। কিন্তু কর আহরণ কার্যক্রম বিশ্বের সকল দেশেই একটি চ্যালেঞ্জিং বিষয়। আয়কর সম্পর্কে ভীতি দূর, কর সচেতনতা বৃদ্ধি ও আরো নিবিড় করসেবা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ ২০২০ সালে প্রথমবারের মতো নভেম্বর মাসকে করসেবা মাস ঘোষণা করে। বাঙালী জাতির উৎসবমুখর চিরায়ত সামাজিক জীবনের সাথে যদি আয়কর আহরণের মতো জটিল বিষয়কে যুক্ত করে দেয়া যায় তাহলে করদাতাগণ উৎসবের আমেজে আয়কর প্রদানের সুযোগ পাবেন এবং এর মাধ্যমে কর সচেতনতাসহ রাজস্ব আহরণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।

যে কারণে করসেবা মাসে প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে করসেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
বিদ্যমান বৈশ্বিক মাহামারী কোভিড-১৯ পরিস্থিতিতে আয়কর মেলা আয়োজনের পরিবর্তে সকল কর অঞ্চলে বিগত বছরের ন্যয় মেলার পরিবেশে নভেম্বর মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণের জন্য সেবা প্রদান করা হবে। কর সংস্কৃতি বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং সম্মানিত করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে নভেম্বর মাসব্যাপী করসেবা প্রদানের ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। করসেবা মাস ২০২২ উদযাপন উপলক্ষে আগামী ১ নভেম্বর সকাল দশটায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে করসেবা মাসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন