শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বার্সা-অ্যাটলেটিকোর বিদায়ের রাতে অনন্য উচ্চতায় নাপোলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

এক নজরে ফল
নাপোলি ৩-০ রেঞ্জার্স
আয়াক্স ০-৩ লিভারপুল
ব্রুগা ০-৪ পোর্তো
অ্যাটলেঠিকো ২-২ লেভারকুজেন
ইন্টার ৪-০ প্লাজেন
বার্সালোনা ০-৩ বায়ার্ন
টটেনহ্যাম ১-১ স্পোর্টিং
ফ্রাঙ্কফুর্ট ২-১ মার্শেই

ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগেই দুঃসংবাদটা পেয়েছিল বার্সেলোনা। গ্রুপের আরেক দল ইন্টার মিলান ভিক্তোরিয়া প্লাজেনকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। পরশু রাতে পঞ্চম রাউন্ড শুরুর আগে ‘সি’ গ্রুপের সমীকরণ ছিল, ইন্টারকে হারতে হবে এবং বার্সাকে অবশ্যই বায়ার্নের বিপক্ষে জিততে হবে। সান সিরোতে ইন্টারের জয়ের পরও কাতালান জায়ান্টদের সামনে সুযোগ ছিল ‘সান্ত্বনা’র জয় তুলে নেওয়ার। কিন্তু সেটিও পারেনি জাভি হার্নান্দেজের দল। উল্টো ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে বার্সা। তাই টানা দ্বিতীয় মৌসুম ইউরোপা লিগে অবণমন হলো ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের। অন্যদিকে এই গ্রুপ থেকে শেষ ষোলতে উঠে গেল বায়ার্ন ও ইন্টার।
চ্যাম্পিয়ন্স লিগে একই রাতে নক আউট নিশ্চিত করেছে লিভারপুল, ব্রুগা ও পোর্তো। অন্যদিকে ঘরের মাঠ দিয়াগো ম্যারাডনা স্টেডিয়ামে রেঞ্জার্সের বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়া নাপোলি আগের ম্যাচেই নিশ্চিত করেছিল সেকেন্ড রাউন্ড। পরশুরাতে নাপোলসের দলটি চ্যাম্পিয়ন্স লিগের চলমান মৌসুমে পেয়েছে টানা পঞ্চম জয়। তাছাড়া প্রথম ইতালিয়ান ক্লাব হিসেবে অর্জন করলো গ্রুপ পর্বে ২০ গোল করার অনন্য এক মাইলফলক। রেঞ্জার্সের জালে ম্যাচের শেষদিকে লিও স্টিগার্ড বল পাঠানোর আগে জোড়া গোল পেয়েছেন জিওভান্নি সিমিওনি। প্রথমার্ধের ১১ ও ১৬ মিনিটে গোল করেন এই আর্জেনটাইন ফরোয়ার্ড। এই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হওয়ার পর এই ২৭ বছর বয়সী ফুটবলার ৪ ম্যাচে পেয়েছেন ৪ বার জালের দেখা। আর্জেনটাইনদের মধ্যে পূর্বে এই রেকর্ড ছিল জিওভান্নির বাবা দিয়াগো সিমিওনির। ম্যাচ শেষে জিওভান্নিকে বাবা ছেলের এই রেকর্ডের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন ‘আমিতো জানতামই না! আমি সব সময়ই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। কোচও স্বাধীনতা দিয়েছেন, যাতে আমি নিজের মতো করে খেলতে পারি।’
ছেলে জিওভান্নির মাইলফলক ছোঁয়ার রাতটা চরম হতাশায় কেটেছে বাবা দিয়াগো সিমিওনির। এই ৫২ বছর বয়সী ম্যানেজারের দল অ্যাটলেটিকো মাদ্রিদ ঘরের মাঠ মেট্রোপলিটন স্টেডিয়িমে লেভারকুজেনের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগেই, ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে ক্লাব ব্রুগের মুখোমুখি হয় পোর্তো। সেখানে টেবিল টপার ব্রুগাকে ০-৪ গোলে হারিয়ে সেকেন্ড রাউন্ড নিশ্চিত করে পোর্তো। ফলে পঞ্চম রাউন্ডের ম্যাচে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় ঘন্টা বাজে অ্যাটলেটিকোর । পরে লেভারকুজেনের বিপক্ষে দুই দফায় পিছিয়ে পড়েও ইয়ানিক কারাসকো আর রদ্রিগো দি পলের গোলে ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের ক্লাবটি। গত ১৩ মৌসুমে এ নিয়ে মাত্র তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগের নকআউট উঠতে ব্যর্থ অ্যাটলেটিকো। ম্যাচ শেষে সিমিওনি জানান, ‘আমাদের আজকের খেলাটাই এবারের আসরে আমাদের পারফরম্যান্সের সারমর্ম। এটা খুবই যন্ত্রনার ব্যাপার যে আমরা পোর্তো বা ব্রুগের সমনাতালে যেতে পারি নি।’
এদিকে ক্যাম্প ন্যুতে গ্রুপ ‘সি’র ম্যাচে দ্বিতীয়বারের মত বাজে পুনর্মিলনের সম্মুখীন হলো রবার্ট লেভান্দোভস্কি। এই মৌসুমেই বায়ার্ন ছেড়ে বার্সায় পড়ি দিয়েছিলেন এই পোলিশ স্ট্রাইকার, দুই লেগেই পুরনো ক্লাবের বিপক্ষে গোল করতে ব্যর্থ হন। পরশুরাতে রাতে সাদিও মানে ১০ মিনিটের সময় দলকে এগিয়ে নেন বায়ার্নকে। প্রথমার্ধের ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এরিক মাক্সিম চুপো। আর ম্যাচের অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি করেন বেঞ্জামিন পাভার্ড। তিনটি গোলেরই অ্যাসিস্ট আসে ন্যাব্রির কাছ থেকে। ঘরের দর্শকদের সামনে বার্সা ম্যাচটি হারে ৩-০ গোলে। চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে টানা ৬টি ম্যাচে বায়ার্নের বিপক্ষে হারল বার্সা। ম্যাচ শেষে বার্সা বস জাভি বলেন, ‘আমাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে। আমি আগেই বলেছি যে আমাদের একটু একটু করে দল গোছাতে হবে। তাছাড়া গ্রুপটাও বেশ জটিল ছিল।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন