মীরসরাই যাত্রীবাহী বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় উমরাজ মিয়া (৩১) নামে এক চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন বাসে থাকা আরও ১০ যাত্রী।
রোববার (৩০ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকার চিটাগাং ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে মহাসড়কের কমলদহ এলাকায় চট্টগ্রামগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পেছনে একটি চলন্ত কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক উমরাজ মিয়া মারা যায়। এসময় বাসের ১০ যাত্রী সামান্য আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন