বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডেঙ্গুতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১১:০৮ এএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

শেখ ফজলুল হক রোমান নামের ২৮ বছর বয়সী ওই যুবক জবির প্রাণিবিদ্যা বিভাগের দশম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি জবি শাখা ছাত্রদলের দুই দিন আগে গঠিত কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। তার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার টোনা গ্রামে।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক শামীমুর রহমান জানান, শনিবার সকালে রোমানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান রোমান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর জ্বর লিখে একটি স্ট্যাটাস দেন রোমান। সেই পোস্টে অনেকেই তার সুস্থতা কামনা করেন। এর কয়েক ঘণ্টা পর রোমানের মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন