সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে ফেসবুকে উস্কানির অভিযোগে দুই যুবকর ১৫ বছরের কারাদণ্ড

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ৪:০৩ পিএম

পরিচয় গোপন রেখে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুই যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। কারাদ- প্রাপ্ত আসামীরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এনায়েতউল্লাহপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজী (৩৩)। অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী (২০)। এছাড়াও আসামীদের অর্থদ-ও করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ইসমত আরা। তিনি জানান, ২০২১ সালের আগস্ট মাসের এক তারিখে অন্যের নাম ব্যবহার করে ভুয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসামীরা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মূলত ছিল দুইটি ধর্মের মানুষদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্য। ঘটনাটিকে কেন্দ্র করে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং এই মামলার চার্জশিট দাখিল করে। পরে আদালতে বিচার শুরু হয়। বিচার শেষে আদালতের বিচারক মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামীর কয়েকটি ধারায় ৫ বছর করে মোট ১৫ বছরের কারাদ- দেয়া হয় এবং মোট জরিমানা করা হয় ১৫ লাখ টাকা। এই জরিমানা অনাদায়ে আসামীরা আরও দেড় বছর সাজাপ্রাপ্ত হবে বলে জানান আইনজীবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন