ইরান বর্তমানে ইউরোপ, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার দেশগুলি সহ ৬৩টি দেশে চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করছে।
মঙ্গলবার সন্ধ্যায় কেরমানশাহে চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরিচালকদের এক বৈঠকের ফাঁকে ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের মেডিক্যাল ইকুইপমেন্ট অ্যাফেয়ার্সের মহাপরিচালক রুহুল্লাহ মাজিনানি এ মন্তব্য করেন।
তিনি জানান, এই ক্ষেত্রে জারি করা বর্তমান উৎপাদন লাইসেন্সের সংখ্যা ১ হাজার ৮০০টি। যার মধ্যে ১ হাজার ৬শ’টি রপ্তানি লাইসেন্স।
মহাপরিচালক আরও বলেন, গত ইরানি ক্যালেন্ডার বছরে দেশ থেকে ২০ মিলিয়ন ইউরো মূল্যের চিকিৎসা সরঞ্জাম রপ্তানি হয়েছে, যার মূল্য নিয়মিত বাড়ছে।
সূত্র: মেহর নিউজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন