শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সার্কেলাধীন শাখাসমূহের ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৬’ গত মঙ্গলবার নগরীর আগ্রাবাদস্থ হোটেল সেন্ট মার্টিনের কাকলী হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডে সদ্য যোগদানকৃত উপ-ব্যবস্থাপনা পরিচালক আ ন ম মাসরুরুল হুদা সিরাজী। সম্মেলনে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ শওকত ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি শাখাসমূহের ব্যবসা উন্নয়ন, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, শ্রেণীবিন্যাসিত ঋণ আদায় প্রভৃতি বিষয়ের পর্যালোচনা করেন এবং সকল অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানগণকে নিজ নিজ অঞ্চল ও শাখার ব্যবসায়িক খাতের লক্ষ্যমাত্রা পুনঃ নির্ধারণপূর্বক কর্মপরিকল্পনা প্রদান করেন। পাশাপাশি লোকসানী শাখাসমূহের শাখা ব্যবস্থাপকদের শাখার লোকসান ব্রেক ইভেনে আনতে ছয় মাসের সময়সীমা বেঁধে দেন। সভায় উপস্থিত সকল শাখা ব্যবস্থাপকদের যোগ্য জামানত আছে এমন গ্রাহকদের ঋণ প্রদানের মাধ্যমে ঋণ প্রবাহ বৃদ্ধির, এসএমই ঋণ প্রদান, সেভিংস, এসটিডি, সিডি একাউন্ট খোলার মাধ্যমে স্বল্প সুদবাহী আমানত বৃদ্ধির মাধ্যমে মুনাফা বৃদ্ধির পরামর্শ দেন। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অগ্রণী ব্যাংক লিমিটেডের আমদানী-রপ্তানি ব্যবসা বহুগুণ বৃদ্ধি করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করার পাশাপাশি প্রতিযোগিতামূলক ব্যাংকিং-এ নিজস্ব অবস্থান সুসংহত করতে গ্রাহকদের সেবার মান সর্বোত্তম করার তাগিদ দেন। এছাড়া খেলাপী ঋণ আদায়ে গ্রাহকদের সাথে সকল ধরনের যোগাযোগের উপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ব্যাংকের ভূমিকা ও অবদানকে আরও শক্তিশালী করতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও’র যে অঙ্গীকার তা ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন