শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কালীগঞ্জে এক বাড়িতে সপ্তাহে তিনবার রহস্যজনক আগুন

কালীগঞ্জ(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ৪:১৪ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতে এক সপ্তাহে তিনবার আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে। রহস্যজনক এ ঘটনাটি ঘটেছে উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসানহাটী (জ্বিনের মোড়) গ্রামের নজরুল ইসলামের বাড়িতে। নজরুল ইসলাম ওই গ্রামের মৃত হারুনর রশিদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

বাড়ির মালিক নজরুল ইসলাম জানান, চলতি মাসের ৩ তারিখ রাত সাড়ে ১১ টার দিকে তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘরের মধ্যে বেডশীট ও কাপড়ে আগুন জ¦লতে দেখে তাড়াহুড়া করে উঠে নিভিয়ে ফেলি। এরপর ৫ নভেৃম্বর রাতে একইভাবে আমার অন্য একটি শোবার ঘরে আগেুন লাগে। সে সময়ও আমরা টের পেয়ে আগুন নিভিয়ে ফেলি। এরই ধারাবাহিকতায় ৮ নভেম্বর রাতে এবার আমার রান্না ঘরে আগুন লেগে যায়। এবার আগুনে সম্পূর্ন ঘরটি ভস্মিভূত হয়ে যায়। প্রথম দিকে ভেবেছিলাম অসাবধনতাবসত কোন কারনে আগুন লাাগতে পারে। একন মনে হচ্ছে শত্রুতা করে কেউ আগুন লাগাতে পারে। কিন্তু বার বার আগুন লাগার ঘটনা ঘটায় এখন আমরা চিন্তিত। ইতোমধ্যে ঝিনাইদহ র‌্যাব ও কালীগঞ্জ থানা পুলিশকে লিখিতভাবে জাানিয়েছি।

রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু জানান, আমি বিষয়টি আগে জানায়নি, এখন জেনেছি। তবে বিষয়টি অত্যান্ত দুঃখজনক। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, আমাকে আগে কেউ লিখিতভাবে জানায়নি। তবে জানার পর বুধবার বিকালে পুলিশ ঘটনাস্থলে পাটিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন